ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে হারাতে কঠোর অনুশীলনে ইংল্যান্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
বাংলাদেশকে হারাতে কঠোর অনুশীলনে ইংল্যান্ড

ঢাকা: অ্যাডিলেডের সেন্ট পিটার্স কলেজ মাঠে কঠোর অনুশীলনে ব্যস্ত ইংল্যান্ড ক্রিকেট দল। কারণ একটাই, বিশ্বকাপে টিকে থাকতে হলে আগামী ৯ মার্চ অ্যাডিলেড ওভালে বাংলাদেশের বিপক্ষে যে জিততেই হবে ইংলিশদের।



দলটির বাঁচা-মরার এ লড়াইয়ে সমীকরণটা কঠিন পর্যায়ে এসে পৌঁছেছে। ইয়ন মরগান বাহিনী যদি ফর্মে থাকা টাইগারদের বিপক্ষে হারে অথবা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্তও হয় তাহলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়বে দলটি।

এদিকে ইংলিশদের কোয়ার্টার ফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ও সমাধান নয়, জিতবে হবে শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। পাশাপাশি প্রার্থনা করতে হবে টাইগাররা শেষ ম্যাচে যেন অন্যতম ফেভারিট স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হেরে যায়।

১৯৯২ বিশ্বকাপে এ মহাদেশেই অল্পের জন্য শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের। সেবার পাকিস্তানের কাছে মাত্র ২২ রানে হারতে হয়েছিল ইংলিশদের। আর ভাগ্যের কি করুণ পরিণতি এবার দলটিকে গ্রুব পর্বের বৈতরণী পার হতেই হিমশিম খেতে হচ্ছে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে দলের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকেদের সঙ্গে কথা বললেন মিডলঅর্ডার ব্যাটসম্যান জস বাটলার। তিনি বলেন, আমরা এখানে তিন দিন ধরে কঠোর অনুশীলন করেছি। গত ম্যাচগুলোতে আমরা নিজেদের প্রমাণ করতে পারিনি। তবে আগামী ম্যাচে জয় ছাড়া অন্য কিছু চিন্তা করছি না।

ইংল্যান্ড একাদশ বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র একটি জয়ে খাদের কিনারায় আছে। অন্যদিকে নিজেদের প্রথম চার ম্যাচের দুটি জয়, একটি পরাজয় ও একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।