ঢাকা: আইরিশদের দুই ওপেনার তিনাশে পানিয়াঙ্গারার বলে প্রথম ওভার থেকে তুলে নেন ৯ রান। তবে, এই পানিয়াঙ্গারার বলে তৃতীয় ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন স্টার্লিং।
হোবার্টের বেলরিভ ওভালে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা নিয়ে বিশ্বকাপের ৩০তম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে আয়ারল্যান্ড। আইরিশদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন উইলিয়াম পোর্টারফিল্ড এবং পল স্টার্লিং।
জিম্বাবুয়ের বিপক্ষে উইলিয়াম পোর্টারফিল্ডের দলের সুখস্মৃতি তোলা রয়েছে। ওয়ানডেতে সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষীয় সিরিজে দেখা হয়েছিল দু’দলের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শেষবারের দেখায় স্বাগতিক জিম্বাবুয়েকে ২০ রানে হারিয়েছিল আইরিশরা।
জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), চামু চিবাবা, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, রেগিস চাকাভা, তেন্দাই চাতারা, হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, মুপারিওয়া ও তিনাশে পানিয়াঙ্গারা
আয়ারল্যান্ড একাদশ: উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, এড জয়েস, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবিরনি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, অ্যালেক্স কুসাক, অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৫
** ব্যাটিংয়ে দুই আইরিশ ওপেনার
** টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের