ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শতকের অপেক্ষায় এড জয়েস

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
শতকের অপেক্ষায় এড জয়েস

ঢাকা: দলীয় ৭৯ রানের মাথায় আইরিশদের দ্বিতীয় উইকেটের পতনের পর ব্যাটিং ক্রিজে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন তৃতীয় শতকের অপেক্ষায় থাকা এড জয়েস।

দুই ওপেনার ফিরে গেলেও ওয়ানডে ক্যারিয়ারের ১১তম অর্ধশতক হাঁকিয়ে ব্যাটিং ক্রিজে ৮৫ রান নিয়ে অপরাজিত আছেন এড জয়েস।

তাকে সঙ্গ দিচ্ছেন ৩০ রান করা অ্যান্ডি বালবিরনি। এ দু’জন ৮০ রানের জুটি গড়ে তুলেছেন।

৩২ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৫৯ রান।

হোবার্টের বেলরিভ ওভালে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা নিয়ে বিশ্বকাপের ৩০তম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে আয়ারল্যান্ড। আইরিশদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন উইলিয়াম পোর্টারফিল্ড এবং পল স্টার্লিং।

আইরিশদের দুই ওপেনার তিনাশে পানিয়াঙ্গারার বলে প্রথম ওভার থেকে তুলে নেন ৯ রান। তবে, এই পানিয়াঙ্গারার বলে তৃতীয় ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন স্টার্লিং। দলীয় ১৬ রানের মাথায় পয়েন্টে দাঁড়ানো উইলিয়ামসের তালুবন্দি হওয়ার আগে স্টার্লিং করেন ১১ বলে ১০ রান।

দলীয় ১৬ রানের মাথায় আইরিশ ওপেনার পল স্টার্লিংকে হারালেও বেশ ভালোভাবেই জিম্বাবুয়ের বোলারদের মোকাবেলা করেন আরেক ওপেনার পোর্টারফিল্ড এবং তিন নম্বরে নামা এড জয়েস। দু’জন মিলে স্কোর বোর্ডে জমা করেন আরও ৬৩ রান। তবে, ইনিংসের ২১তম ওভারের প্রথম বলে উইলিয়ামস ফেরান পোর্টারফিল্ডকে। ৬১ বলে ২৯ রান করে মাসাকাদজার হাতে ধরা পড়েন পোর্টারফিল্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে উইলিয়াম পোর্টারফিল্ডের দলের সুখস্মৃতি তোলা রয়েছে। ওয়ানডেতে সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষীয় সিরিজে দেখা হয়েছিল দু’দলের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শেষবারের দেখায় স্বাগতিক জিম্বাবুয়েকে ২০ রানে হারিয়েছিল আইরিশরা।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), চামু চিবাবা, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, রেগিস চাকাভা, তেন্দাই চাতারা, হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, মুপারিওয়া ও তিনাশে পানিয়াঙ্গারা

আয়ারল্যান্ড একাদশ: উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, এড জয়েস, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবিরনি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, অ্যালেক্স কুসাক, অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৫

** দলীয় শতকে জয়েসের অর্ধশতক
** সতর্ক ব্যাটিংয়ে পোর্টারফিল্ড-জয়েস
** পানিয়াঙ্গারা ফেরালেন স্টার্লিংকে
** ব্যাটিংয়ে দুই আইরিশ ওপেনার
** টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।