ঢাকা: বৃহস্পতিবার শেষ হয়েছে ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড। আগামি সোমবার শুরু হবে সপ্তম ও শেষ রাউন্ড।
এবার শিরোপার লড়াইয়ে যেমন থাকছে প্রতিদ্বন্দীতা তেমনি লিগের সর্বোচ্চ স্কোরার ও সর্বোচ্চ উইকেট শিকারির স্থান নিয়েও চলছে লড়াই।
ষষ্ঠ রাউন্ড শেষে ব্যাটিংয়ে সবার উপরে আছেন রংপুরের ওপেনার লিটন কুমার। ৬ ম্যাচে ৮৪ গড়ে তার ব্যক্তিগত সংগ্রহ ৮৪০ রান। চারটি শতক ও দু’টি অর্ধশতক হাঁকিয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
লিটনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন ঢাকার ওপেনার রনি তালুকদার। ৬ ম্যাচের ৯ ইনিংসে ব্যাট করে দু’টি ডাবল সেঞ্চুরি, তিনটি শতক ও এক ফিফটিতে রনির সংগ্রহ ৭৪১ রান। রান সংগ্রহে তৃতীয় স্থানে আছেন রনি তালুকদারের ওপেনিং পার্টনার আব্দুল মজিদ। ৯ ইনিংসে ৯১.৩৮ গড়ে মজিদের সংগ্রহ ৭৩১ রান। তিনি একটি ডাবল সেঞ্চুরিসহ তিনটি শতক ও তিনটি অর্ধশতক হাঁকিয়েছেন।
বোলিংয়ে এগিয়ে আছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৬ ম্যাচের ১১ ইনিংসে বোলিং করে ৩৬টি উইকেট দখল করেছেন। এর মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন চারবার।
রাজ্জাকের পর দ্বিতীয় অবস্থানে আছেন আরেক বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। ঢাকা মেট্টোর এই বোলার ৬ ম্যাচের ১১ ইনিংসে ৩১ উইকেট নিয়েছেন। বরিশালের স্পিনার সোহাগ গাজী এক ম্যাচ কম খেলে ১০ ইনিংসে নিয়েছেন ২৬ উইকেট।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘন্টা, মার্চ ০৭, ২০১৫