ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করবে অজিরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করবে অজিরা

ঢাকা: পুল এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে আর কিছুক্ষণ পরেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নামছে ১৯৯৬’র বিশ্বকাপ জয়ী দল শ্রীলংকা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।



হাইভোল্টেজ এ ম্যাচের জয়ী দল উঠে যাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সেই সঙ্গে শেষ আটে ওঠার রাস্তাও পরিস্কার হবে তাদের।

অস্ট্রেলিয়ার মাঠ হলেও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লংকানদের ‍অভিজ্ঞতা মন্দ নয়। পরিসংখ্যান বলছে, এ মাঠে শেষ আটবারের লড়াইয়ে ছয় বারই জয় দ্বীপ দেশ শ্রীলংকার। তবে শঙ্কাও রয়েছে। ১৯৯৬-এর বিশ্বকাপ ফাইনালের পর বিশ্বকাপে এ পর্যন্ত চারবার দেখা হয়েছিল শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার। একবারও জয় পায়নি লংকানরা।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, জোস হ্যাজেলউড/জাভিয়ে ডোহার্টি, মিচেল জনসন, শেন ওয়াটসন/মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও জেমস ফকনার।  
 
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: তিলেকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, উপল থারাঙ্গা/শচিত্রা সেনানায়েকে, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, শিকুজি প্রসন্ন, সুরাঙ্গা লাকমাল ও লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ০৮ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।