ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঝোড়ো গতিতে ম্যাক্সওয়েলের প্রথম সেঞ্চুরি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
ঝোড়ো গতিতে ম্যাক্সওয়েলের প্রথম সেঞ্চুরি ছবি: সংগৃহীত

ঢাকা: অল্পের জন্য বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক হতে পারলেন না অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

তিনি ব্যাট করতে নামলেই বোলারদের তুলোধুনো করে একের পর এক চার-ছক্কা ‍মারবেন তা যেন চিরায়ত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে।



তবে ৪৪টি ওয়ানডে খেলা এই খুনে ব্যাটসম্যানের ঝুলিতে ছিলো না কোনো সেঞ্চুরি। আরাধ্য সেই সেঞ্চুরির দেখা পেলেন বিশ্বমঞ্চে। শ্রীলঙ্কার বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৪৫তম ওয়ানডেতে গড়লেন বিশ্বকাপে দ্বিতীয় দ্রততম সেঞ্চুরির রেকর্ড।

রোববার (০৮ মার্চ) বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকাতে ম্যাক্সওয়েল খেলেন ৫১টি বল। পরে আরও দুটি বল মোকাবেলা করে সাজঘরে ফেরেন তিনি।

বিশ্বকাপের গত আসরে আইরিশ ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়েন ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের দখল নেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।