ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইমরুলে আস্থা মাশরাফির

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
ইমরুলে আস্থা মাশরাফির ইমরুল কায়েস

ঢাকা: শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় চার বাঁচাতে গিয়ে কাঁধে আঘাত পান বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক বিজয়। চোট এতই গুরুতর ছিল যে, বিশ্বকাই শেষ হয়ে গেছে তার।

এনামুলের বিকল্প হিসেবে ইমরুল কায়েসকে উড়িয়ে নেয়া হয়েছে অস্ট্রেলিয়াতে।

ইংল্যান্ডের বিপক্ষে সোমবার গুরুত্বপূর্ন ম্যাচে নামানো হতে পারে বাঁহাতি এই ওপেনারকে। তামিম ইকবালের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে ইমরুলকে দেখা যেতে পারে কালকের ম্যাচেই। রোববার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বলেন, ‘ইমরুলের খেলার সম্ভাবনা অনেক বেশি। ইমরুল গতকালই (০৭ মার্চ) এসেছে এবং দলের সঙ্গে চমৎকার অনুশীলন সেশন কাটিয়েছে। আশা করি, আত্নবিশ্বাস নিয়েই খেলবে ইমরুল। আমি নিশ্চিত, যদি তাকে সুযোগ দেয়া হয় সে তা কাজে লাগাতে চাইবে এবং তার সক্ষমতা প্রমাণ করবে। ’

২০১১ বিশ্বকাপেও ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হয়েছিলেন ইমরুল। ৫৩ ওয়ানডেতে ২৬.৭৩ গড়ে ১,৩৯০ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যার মধ্যে একটি শতক ও ১০ টি অর্ধ-শতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।