ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার ফিফটিতে এগিয়ে সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
চার ফিফটিতে এগিয়ে সিলেট ফাইল ফটো

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে বরিশালের করা ১৬৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে আট উইকেটে ৩৩০ রান করেছে সিলেট বিভাগ। হাফ সেঞ্চুরি পেয়েছেন সিলেটের চার টপঅর্ডার ব্যাটসম্যান।

হাফ সেঞ্চুরির থেকে সেঞ্চুরি পূরণের খুব কাছে রয়েছেন সিলেট ব্যাটসম্যান রাজিন সালেহ। ৯৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

রাজিন ছাড়াও অর্ধশতক করেছেন সিলেটের আরো তিন ব্যাটসম্যান। এরা হলেন, ওপেনার শানাজ আহমেদ (৫৬), রোমান আহমেদ (৭০) ও সিলেট অধিনায়ক অলক কাপালি (৫৮)।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের দুই উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে সিলেট। ছোট ছোট পার্টনারশিপ গড়ে বরিশালের রান টপকে আট উইকেটে ৩৩০ রানের মজবুত স্কোর দাঁড় করায় সিলেট ব্যাটসম্যানরা।

বরিশালের বোলার নাসুম আহমেদ চারটি ও সোহাগ গাজী নিয়েছেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।