ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউই-বধে হ্যামিল্টনে টাইগারদের অনুশীলন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
কিউই-বধে হ্যামিল্টনে টাইগারদের অনুশীলন সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার অ্যাডিলেডে ইংল্যান্ডকে ১৫ রানে হারালে শেষ আট নিশ্চিত হয় টাইগারদের।

আগামি শুক্রবার (১৩ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে মাশরাফি বাহিনী।

এ ম্যাচেও বাংলাদেশের লক্ষ্য জয়। তাইতো, বুধবার হ্যামিল্টনে পৌঁছে স্থানীয় সময় সকালে কঠোর অনুশীলন করেছে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দল। অনুশীলনে ছিলেন স্কোয়াডে থাকা প্রায় সকল ক্রিকেটারই।

এদিন নেটে ব্যাটিং করেছেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা। বল নিয়ে হাত ঘুরিয়েছেন তাইজুল ইসলাম, আরাফাত সানিরা। নেটে বল করেছেন পেসার শফিউল ইসলামও।

হয়েছে ‍ফিল্ডিং অনুশীলনও। ব্যাটিং-বোলিংয়ের পালা শেষ করে ফিল্ডিং কোচ রুয়ান কালপাগের অধীনে ক্যাচিং ও থ্রোয়িং সেশন কাটিয়েছেন বাংলাদেশ ক্রিকেটারা।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।