ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বমঞ্চেই সৌম্যের প্রথম অর্ধশতক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
বিশ্বমঞ্চেই সৌম্যের প্রথম অর্ধশতক ছবি: সংগৃহীত

একদিনের ক্রিকেটে বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকারের অভিষেক হয় চলতি আসরের ক্রিকেট বিশ্বকাপে। ইতোমধ্যে ৫টি ম্যাচ খেলে নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেও, ইনিংসকে লম্বা করতে পারেননি তিনি।



তাই নিউজিল্যান্ডকেই বেছে নিলেন নিজের প্রথম অর্ধশতক তুলে নিতে।

কিউইদের বোলিং তোপের মুখে বাংলাদেশি উদ্বোধনী ব্যাটসম্যানরা সাজঘরে ফিরলে ব্যাট করতে নামেন সৌম্য। এরপর নান্দনিক শটে মারকুটে ভঙ্গিতে খেলে টাইগারদের বিপর্যয় সামলে ওঠেন এই প্রতিভাবান ব্যাটম্যান।

মাহমুদুল্লাহকে সঙ্গী করে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। হাফসেঞ্চুরি করতে সৌম্য খেলেন ৫৫টি বল। ৭টি দৃষ্টিনন্দন চারের মার রয়েছে তার ইনিংসে।  

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।