টাইগারদের ছুঁড়ে দেওয়া ২৮৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে গাপটিল এবং ম্যাককালাম। বাংলাদেশের হয়ে বোলিংয়ের সূচনাটা করেছেন সাকিব আল হাসান।
এর আগে মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিং প্রদর্শনীতে ২৮৮ রানের বড় পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ। ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে টাইগাররা।
শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়লেও মাহমুদুল্লাহর কাঁধে ভর করে বিপর্যয় সামলে ওঠে বাংলাদেশ। তাকে দারুণ সঙ্গ দিয়ে সৌম্য সরকার তুলে নেন তার প্রথম অর্ধশতক।
সৌম্য আউট হয়ে ফেরার পর দ্রুত ফিরে যান সাকিব ও ফর্মে থাকা মুশফিকুর রহিম। এরপর রিয়াদের সঙ্গে জুটি বেঁধে ঝড়ো গতিতে রান সংগ্রহ করেন সাব্বির রহমান। ২৩ বলে ৪০ রান করেন সৌম্য।
১২৭ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ রান সংগ্রহ করতে রিয়াদ খেলেন ১২৩ বল।
ম্যাচের ৩৯ ওভারের দ্বিতীয় বলে অ্যান্ডারসনকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। আউটি হওয়ার আগে মুশফিক করেন ২৫ বলে ১৫ রান।
ভেট্টোরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ম্যাচের ৩৪তম ওভারের শেষ বলে অনেকটাই অবিবেচকের মতো ব্যাট চালিয়ে আউট হন তিনি। ১৮ বলে ২৩ রান সংগ্রহ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
১০ ওভার বল করে ৫৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
** কিউইদের ২৮৯ রানের টার্গেট দিলো টাইগাররা
** রিয়াদ-সাব্বিরের ব্যাটে বড় সংগ্রহের পথে টাইগাররা
** ফিরলেন মুশফিক, ক্রিজে রিয়াদ-সাব্বির
** ভেট্টোরির বলে সাজঘরে সাকিব
** ফিরলেন সৌম্য, ক্রিজে সাকিব-রিয়াদ
** রিয়াদ-সৌম্যের ব্যাটে সচল রানের চাকা
** প্রথম পাওয়ার প্লে’তে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২৯
** বোল্টের আঘাতে সাজঘরে ইমরুল
** টাইগারদের ইনিংস সূচনায় তামিম-ইমরুল
** টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা
** নিউজিল্যান্ডের সামনে প্রত্যয়ী বাংলাদেশ