ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে সেরা চারে রিয়াদ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
বিশ্বকাপে সেরা চারে রিয়াদ ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এবারে বিশ্বকাপে সেরা পাঁচ জন রান সংগ্রাহকের তালিকায় প্রবেশ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

শুক্রবার (১৩) নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৩ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে এ তালিকায় চতুর্থস্থানে রয়েছেন তিনি।



গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের এবং বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি (১০৩) তুলে নেন রিয়াদ। বিশ্বকাপের অন্য তিনটি ম্যাচে যথাক্রমে ২৩, ২৮, ৬২ রান করেন তিনি। এনিয়ে মোট রান  ৩৪৪।

চারটি সেঞ্চুরিসহ ৪৯৬ রান সংগ্রহ করে এ তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কান ওপেনার কুমার সাঙ্গাকার। এর পরপরই ৪১৭ নার নিয়ে দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলয়ার্স দ্বিতীয়, দিলশান ৩৯৫ রান নিয়ে তৃতীয়, এবং পঞ্চম স্থানে শিখর ধাওয়ান রয়েছেন ৩৩৩ রান নিয়ে।   

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়া টাইগারদের টেনে তুলেন রিয়াদ-সৌম্য জুটি। তারা ৯০ রানের পার্টনারশিপ গড়েন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে শেষে ২৭৮ রান করে বাংলাদেশ।
 
 বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।