ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডে রান তাড়া করলেই সফলতা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
নিউজিল্যান্ডে রান তাড়া করলেই সফলতা সংগৃহীত

ঢাকা: ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর চলছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। কিন্তু, দুই দেশের ভেন্যুগুলোর উইকেটের (পিচ) আচরণে রয়েছে বিস্তর তফাৎ।

মাঠের আয়োতনের দিক থেকে কিউইদের স্টেডিয়ামগুলো তুলনামূলক ছোট আকৃতির। এই কারণেই হয়তো ব্ল্যাক ক্যাপসদের মাঠে রান তাড়া করতে নামা দলগুলোই অধিক সাফল্য পায়।

গ্রুপ পর্বের ৪২টি ম্যাচের মধ্যে ৩৭টি সম্পন্ন হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আজ (১৪ মার্চ) অকল্যান্ডে ভারত-জিম্বাবুয়ে ও হোবার্টে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ চলছে।

এখন পর্যন্ত নিউজিল্যান্ডে ১৯টি গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১২টিতে টার্গেটে ব্যাট করতে নামা দলই জয়ী হয়েছে। বাকি পাঁচ ম্যাচে আগে ব্যাট কর‍া দল জয়ী হয়।

অপরদিকে, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ১৮টি ম্যাচের মধ্যে চারটিতে আগে ব্যাট করা দল জয়ী ও ১৪টিতে পরে ব্যাট করা দল হারের স্বাদ পায়। অর্থাৎ, টার্গেটে ব্যাটিং করার ক্ষেত্রে নিউজিল্যান্ডের উইকেটেই সফলতা বেশি।

আগামীকাল (১৫ মার্চ) গ্রুপ পর্বের শেষ দু’টি ম্যাচে নেপিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত ও অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় ভোর চারটায় প্রথমটি ও দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘন্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।