৯২ রানে ৪ উইকেট হারানোর পর কিছুটা চাপের মধ্যে থাকা দলকে শক্ত হাতে টেনে তুলেছেন সুরেশ রায়না। সঙ্গে অধিনায়কোচিত ইনিংস খেলেছেন মাহেন্দ্র সিং ধোনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ১০৪ বল মোকাবেলা করে ১১০ রান করেছেন রায়না। আর শতরান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি।
ধোনি-রায়নার পঞ্চম উইকেট জুটিতে ভারতের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে।
রায়না এ পর্যন্ত ২১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫ শতক ও ৩৪টি অর্ধশতক করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫