ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রান রেটেও চোখ ক্যারিবীয়দের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
রান রেটেও চোখ ক্যারিবীয়দের

ঢাকা: শুধু জয় নয়, রান রেটও বাড়াতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। নইলে পুল ‘বি’ থেকে ক্যারবীয়দের টপকে কোয়ার্টার ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকার পাশে নাম লেখাবে পাকিস্তান ও আয়ারল্যান্ড।



এমন সমীকরণ নিয়েই আরব আমিরাতের বিপক্ষে রোববার (১৫ মার্চ) নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ।

এবারের বিশ্বকাপের পাঁচটি ম্যাচেই শোচনীয়ভাবে হেরেছে আইসিসির সহযোগী দেশ আরব আমিরাত। ফলে ক্রিস গেইল-স্যামুয়েলসদের ওয়েস্ট ইন্ডিজের জন্য চ্যালেজ্ঞটা খুব বেশি কঠিন হবে না।

পুল ‘এ’ থেকে কারা শেষ আটে যাচ্ছে তা অনেক আগেই বলে দেওয়া যাচ্ছিল। তবে পুল ‘বি’ থেকে শেষ আট নিশ্চিত করতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা শেষ আট নিশ্চিত করলেও, গ্রুপের শেষ দুটি ম্যাচ ম্যাচের ফলাফলের পরেই বাকি দুই দল পাওয়া যাবে।

পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্য থেকে পাওয়া যাবে শেষ আটের বাকি দুই দল। পাঁচ ম্যাচে তিন জয়ে পাকিস্তান ও আয়ারল্যান্ড পকেটে পুরেছে ছয় পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট চার।

তবে রোববারের ম্যাচে ক্যারবীয়দের প্রতিপক্ষ আরব আমিরাত। ওয়েস্ট ইন্ডিজ জিতলে তাদের পয়েন্ট হবে ছয়। আর পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের পরাজিত দলের পয়েন্ট ছয়েই থাকবে। ফলে তাদের সঙ্গে রান রেটের তুলনা হবে ওয়েস্ট ইন্ডিজের।

ওয়েস্ট ইন্ডিজ ও আরব আমিরাত এর আগে কখনও মুখোমুখি হয়নি। বিশ্বকাপের ম্যাচ দিয়েই প্রথমবারের মতো মোকাবেলায় নামছে দু’দল।

রোববারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দল অপরিবর্তিত থাকছে। পক্ষান্তরে আরব আমিরাত দলে একটি পরিবর্তন আসছে। ফাহাদ আল হাশমির জায়গায় বাঁহাতি বোলার মানজুলা গুরুগু দলে ঢুকবেন বলে নিশ্চিত করেছেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ তৌকির।
 
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:
ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, কেমার রোচ ও জেরম  টেলর।

আরব আমিরাতের সম্ভাব্য একাদশ:
আমজাদ আলি, আন্দ্রি বেরেঙ্গার,  খুররম খান, স্বপ্নিল পাতিল (উইকেটরক্ষক), শায়মান আনোয়ার, সাকলাইন হায়দার, মানজুলা গুরুগু,  আমজাদ জাভেদ, মোহাম্মদ নাভিদ, মোহাম্মদ তৌকির (অধিনায়ক) ও কামরান শাহজাদ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।