ঢাকা: কোয়ার্টার ফাইনালে ওঠতে জয়ের পাশাপাশি রান রেটও বাড়াতে হবে। নইলে পুল ‘বি’ থেকে ক্যারবীয়দের টপকে কোয়ার্টার ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকার পাশে নাম লেখাবে পাকিস্তান ও আয়ারল্যান্ড।
এমন সমীকরণ নিয়ে নেপিয়ারের ম্যাকলিন পার্কে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময় রোববার (১৫ মার্চ) ভোর ৪টায় ম্যাচটি শুরু হচ্ছে।
পুল ‘এ’ থেকে কারা শেষ আটে যাচ্ছে তা অনেক আগেই বলে দেওয়া যাচ্ছিল। তবে পুল ‘বি’ থেকে শেষ আট নিশ্চিত করতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
ভারত ও দক্ষিণ আফ্রিকা শেষ আট নিশ্চিত করলেও, গ্রুপের শেষ দুটি ম্যাচ ম্যাচের ফলাফলের পরেই বাকি দুই দল পাওয়া যাবে।
পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্য থেকে পাওয়া যাবে শেষ আটের বাকি দুই দল। পাঁচ ম্যাচে তিন জয়ে পাকিস্তান ও আয়ারল্যান্ড পকেটে পুরেছে ছয় পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট চার।
এবারের বিশ্বকাপের পাঁচটি ম্যাচেই শোচনীয়ভাবে হেরেছে আইসিসির সহযোগী দেশ আরব আমিরাত। বিশ্বকাপের ম্যাচ দিয়েই প্রথমবারের মতো মোকাবেলায় নামছে দু’দল।
বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫