ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমিরাতের পাঁচ উইকেটের পতন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
আমিরাতের পাঁচ উইকেটের পতন

ঢাকা: নেপিয়ারে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ের মুখে আরব আমিরাত। ২৬ রান তুলতেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।

জেসন হোল্ডারের তিন উইকেটের পর খুররম খান (৫) ও সায়মান আনোয়ার (২) ফিরিয়ে দুই উইকেট তুলে নেন জেরম টেইলর।

নিজের দ্বিতীয় ওভারে সংযুক্ত আরব আমিরাতের ওপেনার আন্দরি বিরেঙ্গারকে (৭) ফেরান হোল্ডার। এরপর হোল্ডারের দ্বিতীয় শিকারে পরিণত হন ওয়ান ডাউনে নামা কৃষ্ণ চন্দ্রন (০)। ওপেনার আমজাদ আলীকে (৫) ফিরিয়ে তৃতীয় উইকেটটিও তুলে নেন অধিনায়ক হোল্ডার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নয় ওভার শেষে আমিরাতের সংগ্রহ পাঁচ উইকেটে ২৯ রান। স্বপ্নিল পাটিল ও আমজাদ জাবেদ তিন রানে ক্রিজে রয়েছেন।

এর আগে বাঁচা-মরার লড়াইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হয়। এ ম্যাচে খালি জিতলেই চলবে না। তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের দিকে। আইরিশরা জিতলে যে টুর্নামেন্ট থেকেই বাদ পড়বে ক্যারিবীয়রা।

এদিকে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে নেই। তার জায়গায় খেলছেন জনসন চার্লস। এর আগে ড্যারেন ব্রাভো ইনজুরি আক্রান্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় দলে ডাক পেয়েছিলেন চার্লস।

আরব আমিরাতের বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটও বাড়াতে হবে হোল্ডার-স্যামিদের। পুল ‘বি’তে পাঁচ ম্যাচ শেষে দুই জয় ও তিন পরাজয়ে পাঁচ নম্বরে রয়েছে ক্যারিবীয়রা। সমান ম্যাচে কোনো জয় নেই আমিরাতের।

পাঁচ ম্যাচ শেষে সমান তিন জয় ও দুই হারে পয়েন্ট টেবিলের তিনে পাকিস্তান ও চারে রয়েছে আয়ারল্যান্ড। নেট রান রেটে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের তুলনায় পিছিয়ে আছে আইরিশরা।

সংযুক্ত আরব আমিরাত একাদশ:
আমজাদ আলি, আন্দ্রি বেরেঙ্গার,  খুররম খান, স্বপ্নিল পাতিল (উইকেটরক্ষক), শায়মান আনোয়ার, কৃষ্ণ চন্দ্রন, মানজুলা গুরুগু,  আমজাদ জাভেদ, মোহাম্মদ নাভিদ, মোহাম্মদ তৌকির (অধিনায়ক) ও নাসির আজিজ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ডোয়াইন স্মিথ, জনসন চার্লস, মারলন স্যামুয়েলস, জোনাথন কার্টার, দিনেশ রামদিন, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কেমার রোচ ও জেরম টেইলর।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘন্টা, মার্চ ১৫, ২০১৫

** ক্যারিবীয় বোলিংয়ে দিশেহারা আমিরাত
** ফিল্ডিংয়ে নামল ক্যারিবীয়রা
** টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ক্যারিবীয়দের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।