ঢাকা: স্রেফ আনুষ্ঠানিকতা রক্ষার জন্যই সংযুক্ত আরব আমিরাত ব্যাট করছে ক্যারিবীয়দের বিরুদ্ধে। এর আগে সবগুলো ম্যাচেই তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে প্রতিপক্ষের কাছে।
সেই লক্ষ্যে নেপিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট এবং ১৬ রানে দ্বিতীয়, ১৭ রানে তৃতীয় এবং ২১ রানের মাথায় চতুর্থ উইকেট হারিয়ে চরপ বিপাকেই পড়ে আমিরাত।
এই চরম বিপর্যস্ত পরিস্থিতে দলের হাল ধরেন ছক্কা শাইমান। তার উপর প্রত্যাশার চাপটাও বেশি। কিন্তু কপাল মন্দ.! শেষ পর্যন্ত টেইলরের বলে ২ রান করে কুপোকাত হন শাইমান।
যিনি বিশ্বকাপের এই ১১তম আসরে সংযুক্ত আরব-আমিরাতের হয়ে প্রথম সেঞ্চুরি করে রেকর্ডবুকে ইতোমধ্যেই নাম লিখিয়েছেন। তার পর থেকেই তিনি ‘ছক্কা’ শাইমান হিসেবেই পরিচিতি পান সবার কাছে।
অস্ট্রেলিয়া ব্রিসবেনের গ্যাবায় আয়াল্যান্ডের বিপক্ষে ওই রেকর্ডটি করেন তিনি।
আস্থা ও বিশ্বাসের শাইমান আনোয়ারের উইকেট পতনে তাই হতাশ হয়েছেন আমিরাত ভক্তরা।
বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫