ঢাকা: বিশ্বকাপ মানেই নানা ঘটনা-রটনার সমাহার। রেকর্ড ভাঙা-গড়ার উৎসব চলে এ আসরে।
বিশ্বকাপের চলতি ১১তম আসরে বহুমাত্রিক বিশ্বরেকর্ডের পাশে ক্ষু্দ্র আরও একটি রেকর্ড হয়ে থাকলো-সংযুক্ত আরব আমিরাতের ডানহাতি ব্যাটসম্যান কৃষ্ণ চন্দ্রনের।
রোববার ( ১৫ মার্চ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি শূন্য রানে সাজ ঘরে ফেরেন। ঘটনা এটি নয়। ঘটনাটি হলো এর আগে আরও দুটি ম্যাচে তিনি একই পথে হেঁটেছেন।
আসল কথা হলো-কৃষ্ণ চন্দ্রন এই বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলে তিনটিতেই ডাক মেরেছেন। অর্থ্যাৎ শূন্য রানে আউট হয়েছেন।
এর মাধ্যমে চলতি বিশ্বকাপের রেকর্ড ঝুড়ি জানান দিচ্ছে-তিনিই হলেন ২০১৫ সালের বিশ্বকাপে এখন পযর্ন্ত সর্বোচ্চ সংখ্যক বার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান।
বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫