ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সর্বোচ্চ গড়ে তৃতীয় রিয়াদ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
সর্বোচ্চ গড়ে তৃতীয় রিয়াদ মাহামুদুল্লাহ রিয়াদ

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের গ্রুপ পর্বে বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম দ্বিশতক তুলে নিয়েছেন ক্রিস গেইল। আবার ৬২ বলে ১৫০ রান করে দ্রুততম দেড়শ রানের রেকর্ড গড়েছেন এবি ডি ভিলিয়ার্স।



উল্লেখযোগ্য বিষয় এই, গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ ব্যাটিং গড়ের তালিকায় শীর্ষ তিনজনের মধ্যে এ দু’ব্যাটসম্যানের নাম নেই। বরং বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে টানা দু’টি শতক হাঁকিয়ে সর্বোচ্চ ব্যাটিং গড়ে প্রথম তিনজনের তালিকায় উঠে এসেছেন টাইগার ডানহাতি ব্যাটসম্যান মাহামুদুল্লাহ রিয়াদ।

গ্রুপ পর্ব শেষে দেখা যায়, দুই ম্যাচ খেলে ১৫০ গড়ে সর্বোচ্চ গড়ের তালিকায় রয়েছেন পাকিস্তানের সরফরাজ আহমেদ। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বকাপের এবারের আসরের সর্বোচ্চ স্কোরার শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা, গড় ১২৪। আর ৮৬ গড় নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান মাহামুদুল্লাহ রিয়াদ।

৮৩.৪০ গড় নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ভিলিয়ার্স। মাত্র ০.৪০ কম গড় নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী।

তালিকায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে দিলশান, কোহলি, টেইলর, রায়না ও মিলার।

** সাঙ্গাকারা পারলে মাহমুদুল্লাহ কেন নয়?

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।