ঢাকা: আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাকিংয়ের শীর্ষেই রয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। আর দ্বিতীয় অবস্থানে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা থাকায় আগামী ১৮ মার্চ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছে ক্রিকেট বিশ্ব।
এ বছরের শুরুতে প্রোটিয়া অধিনায়ক সাঙ্গাকারা থেকে ৭৬ রেটিং পয়েন্টে এগিয়ে ছিল। তবে বিশ্বকাপে সাঙ্গাকারা রেকর্ড টানা চারটি সেঞ্চুরি করায় ব্যবধান কমে এসছে ৩৮ এ। বিশ্বকাপে ৪১৭ রান নিয়ে ভিলিয়ার্সের রেটিং পয়েন্ট ৮৯৯। আর ৪৯৬ রান করা সাঙ্গাকারার পয়েন্ট ৮৬১।
এদিকে তিন নম্বর পজিসনে আছেন আরেক প্রোটিয়া ব্যাটসম্যান হাসিম আমলা। তার রেটিং পয়েন্ট ৮৪৭। আর চার পয়েন্ট কম নিয়ে চুতর্থস্থানে আছেন ভারতের বিরাট কোহলি।
পরের অবস্থান গুলো যথাক্রমে লঙ্কান তিলকারত্নে দিলশান(৮০২), নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন(৭৬৯), ভারতের শিখর ধাওয়ান(৭৫৮), একই দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি(৭৩১),অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল(৭১৪) ও আরেক অজি জর্জ বেইলি(৭০৮)।
এদিকে বাংলাদেশীদের মধ্যে ৬২১ রেটিং পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছেন মুশফিকুর রহিম। ৩৫তম অবস্থানে আছেন সাকিব আল হাসান(৫৯৭)। আর ৫৬৭ পয়েন্ট নিয়ে ৪৪তম অবস্থানে আছেন বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫