ঢাকা: ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দলের অন্যতম সেরা পেসার হাতছাড়া হওয়ায়টা পাকিস্তানের জন্য বড় ধাক্কাই বটে।
এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ইরফানের বদলি হিসেবে খেলেছিলেন এহসান আদিল। পাকিস্তানের হয়ে গ্রুপ পর্বের প্রথম পাঁচ ম্যাচে ২৩.২৫ গড়ে ও ৪.৫৩ ইকোনমি রেটে আটটি উইকেট দখল করেছেন ইরফান।
পাকিস্তান দলের ফিজিওথেরাপিস্ট ব্রাড রবিনসন বলেন, ‘গতকাল (সোমবার) ইরফানের এমআরআই স্ক্যান করা হয়েছিল। আজ (মঙ্গলবার) তার হিপে (নিতম্বে) আরো বড় ধরণের স্ক্যান করা হয়। যার ভিত্তিতে তার বিশ্বকাপ মিশন শেষ বলে বিবেচিত হয়। এই বিশ্বকাপে সে আর খেলতে পারবে না। ’
গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিল্ডিং করার সময় হিপে (নিতম্ব) আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন ইরফান। এর পরেই তাকে নিয়ে সংশয় তৈরি হয়। যদিও পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে আট ওভার বল করে তিন উইকেট দখল করেছিলেন।
প্রোটিয়াদের বিপক্ষে পুরো ম্যাচে মাঠে থাকলেও আবারও ইনজুরিতে ভোগেন ইরফান। যার কারণে শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে তার মাঠে নামা হয়নি। এখন তো বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন বিশ্বের সবচেয়ে লম্বাকৃতির (৭ ফিট ১ ইঞ্চি) এই বাঁহাতি বোলার।
ইরফানের বদলি হিসেবে কাউকে দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিশ্চিত নয়। তবে, অজিদের হারিয়ে সেমিতে উঠতে পারলে বদলি ক্রিকেটার আনা হবে বলে নিশ্চিত করেছেন পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট।
উল্লেখ্য, অ্যাডিলেড ওভালে আগামী ২০ মার্চ (শুক্রবার) তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিসবাহ-আফ্রিদিরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘন্টা, মার্চ ১৭, ২০১৫