ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সর্বোচ্চ অর্ধশতকে তৃতীয় মুশফিক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
সর্বোচ্চ অর্ধশতকে তৃতীয় মুশফিক

ঢাকা: গেইল, ভিলিয়ার্স, ম্যাক্সওয়েল, ম্যাককালামদের মতো বোলারদের ওপর তাণ্ডব না চালিয়েও রয়েছেন তাদের শীর্ষে। আবার এদের অনেকের চেয়ে খেলেছেন এক ইনিংস কম।



বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বে ৯৬টি অর্ধশতক হয়েছে। এর মধ্যে ৪টি অর্ধশতক নিয়ে অর্ধশতকের তালিকায় শীর্ষে রয়েছেন জিম্বাবুইয়ান শিন উইলিয়ামস। সমান সংখ্যক অর্ধশতক নিয়ে ব্যাটিং গড় কম হওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মিসবাহ-উল হক।

আর পাঁচ ইনিংসে ৫৪.২০ গড় নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন টাইগার মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার অর্ধশতকের সংখ্যা তিনটি। সমান সংখ্যক অর্ধশতক নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন এক ইনিংস বেশি খেলা ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেল।

ছয় ইনিংস ব্যাট করে ৪২.৮৩ গড় নিয়ে পঞ্চম স্থানে কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৮৩.৪০ গড় নিয়ে দুই অর্ধশতকে ষষ্ঠ স্থানে রয়েছে এবি ডি ভিলিয়ার্স।

৬৪.২৫ গড়ে দুই অর্ধশতকে তালিকায় দশন স্থানে রয়েছেন অজি হিটার ব্যাটসম্যান ম্যাক্সওয়েল।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।