ঢাকা: মেলবোর্নে আগামী ১৯ মার্চ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচের আগে টাইগারদের পূর্বের বিশ্বকাপ সুখস্মৃতিই দলটিকে অনুপ্রেরণা যোগাচ্ছে।
বাংলাদেশ বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হারলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বীতা বেশ পুরোনো। তবে দলটির বিপক্ষে ২৮টি ম্যাচ খেললেও জয় মাত্র তিনটিতে। কিন্তু এ স্বল্প পুঁজিই শেষ আটের লড়াইয়ে টাইগারদের অনুপ্রাণিত করছে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়টি এসেছিল ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে। পোর্ট অব স্পেনের সে ম্যাচে পাঁচ উইকেটে জিতে ভারতকে আসর থেকে বিদায় করে দেয় হাবিবুল বাশারের দল।
আর ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন সুখস্মৃতিকে অনুপ্রেরণা হিসেবে দেখা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এক প্রেস কনফারেন্সে বলেন, ‘অবশ্যই এটি আমাদের জন্য একটি চরম মুহূর্ত ছিল। তবে আমরা সবাই জানি এটি নতুন একটি আসর। ভারত বিশ্বকাপের সেরা একটি দল, তাদের দলে বিশ্বসেরা অনেক ক্রিকেটার রয়েছে। আর এ ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ’
এদিকে ভারত ২০০৭ বিশ্বকাপের প্রতিশোধ নিয়েছিল ২০১১ বিশ্বকাপে। তবে টাইগাররাও ছেড়ে কথা বলেনি। ২০১২ সালের এশিয়াকাপে ধোনি বাহিনীকে হারিয়ে ফাইনালে ওঠে টাইগাররা।
বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডর সাকিব জানান, ২০০৭ বিশ্বকাপের মত এবারও ভারতের বিপক্ষে আপসেট ঘটাতে চান তারা।
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমরা কোনো রকম ভয় ছাড়াই খেলেছি। আমরা সামনের ম্যাচটিতেও একই রকম চাপ মুক্ত হয়ে খেলতে চাই। আশা করি আমরা এটা করে দেখাতে পারবো। ’
সাকিব যোগ করেন, ‘ভারত খুবই শক্তিশালী দল। তারা বর্তমান চ্যাম্পিয়নও। তাদের দলে আছে সেরা ক্রিকেটাররা। তবে আমরা বিশ্বকাপে এখন পর্যন্ত ভালো খেলে যাচ্ছি। আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আর আমরা এ ম্যাচের জন্য প্রস্তুত। ’
প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইগাররা, এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘অবশ্যই ভারত বাংলাদেশ থেকে অনেক ভালো দল। হয়ত দিনটি ভারতের খারাপ যেতে পারে আর আমাদের জন্য ভালো হতে পারে। ’
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোচ চন্দ্রিকা হাতুরেসিংহের অধীনে কঠোর প্ররিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ দল। এখন দেখার বিষয় ১৯ মার্চের খেলায় কোটি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা টাইগাররা?
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫