ঢাকা: ভারতের শক্তিশালী লম্বা ব্যাটিং লাইনআপ যেমন ক্রিকেট বিশ্বকে শাসন করতে পারে, তেমনি বাংলাদেশের ক্রিকেট বিজ্ঞাপন সাকিব আল হাসান বিশ্বের শক্তিশালী ব্যাটসম্যানদের মতো বোলারদেরও নাকানি-চুবানি দিতে সক্ষম। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমান পারদর্শী বিশ্বসেরা এ অলরাউন্ডার।
টাইগার অলরাউন্ডার সাকিব ভারতকে ছেড়ে কথা বলতে নারাজ। বিশ্বসেরা এ অলরাউন্ডার ভারতের বিপক্ষে এ ম্যাচটিকে দেখছেন চলতি বিশ্বকাপের ‘বড় ম্যাচ’ হিসেবে। তার মতে, নিজেদের ক্রিকেট ক্যারিয়ারে এ ম্যাচটি যথেষ্ট গুরুত্ব বহন করবে।
এ প্রসঙ্গে সাকিব বলেন, মনে হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচটি আমাদের ক্রিকেট ক্যারিয়ারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই প্রথম আমরা বিশ্বমঞ্চের কোয়ার্টার ফাইনালে খেলছি। তবে, সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, অন্য ম্যাচের মতোই ভারতের বিপক্ষে ম্যাচটিতে আমরা জয়ের জন্যই খেলবো।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ৭৫ হাজার ভারতীয় দর্শক থাকবেন জেনেও সাকিব ভীত নন। নীল জার্সিগায়ে ভারতীয় দর্শক টাইগারদের বিশ্বাসে এতোটুকুও চিড় ধরাতে পারবে না বলে বিশ্বাস করেন সাকিব।
আইসিসি অলরাউন্ডার তালিকায় শীর্ষে থাকা সাকিব জানলেন, আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে বিপুল সংখ্যক দর্শকের চাপ নিয়ে খেলেছি। ইডেন গার্ডেন্স এ প্রায় ৭০ হাজার দর্শক আমার দিকে তাকিয়ে ছিল। আমি সেই অভিজ্ঞতা কোয়ার্টার ফাইনালের ম্যাচে কাজে লাগাবো।
আইপিএলে খেলার দরুণ সাকিব ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না কিংবা বিরাট কোহলির মতো ভারতীয় ব্যাটিং তারকাদের পরিকল্পনা বুঝতে পারবেন বলে মনে করছেন অনেক ক্রিকেট বোদ্ধা।
এ প্রসঙ্গে সাকিব বলেন, ভারতীয় সেই ক্রিকেটারদের বিপক্ষে অবশ্যই আমি আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবো। আর ইতোমধ্যেই আমি আমার সতীর্থদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি। তাদের ব্যাটিং লাইনআপের শীর্ষ ছয়জন বিশ্বসেরা। তারা যেকোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তবে, আমরা চেষ্টা করব ভারতীয় ব্যাটিং লাইনআপকে বড় জুটি গড়া থেকে বিরত রাখতে।
বিশ্বকাপের চলতি আসরে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) মেলবোর্নে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৫