ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত টিভি দর্শকদের জন্য নতুন একটি সুবিধা যোগ করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ আট থেকে সবগুলো ম্যাচে মাঠের আম্পায়ার ও টিভি আম্পায়ারের মধ্যে যোগাযোগের কথা শুনতে পারবে টেলিভিশনের সামনে থাকা দর্শকরা (সম্প্রচারসত্ত্ব পাওয়া চ্যানেল)।
এর আগে গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজে এই সুবিধাটি ছিল। যেখানে চতুর্থ আম্পায়ারের সঙ্গে মূল আম্পায়ারের যোগাযোগ, আম্পায়ারের পরামর্শ, ও ডিআরএস পদ্ধতির সকল যোগাযোগ শোনা গিয়েছিল।
আইসিসির এক মুখপাত্র বলেন, ‘আগামী ১৮ থেকে ২৯ মার্চ পর্যন্ত সবগুলো ম্যাচে আম্পায়ারদের মধ্যে যোগাযোগগুলো টিভি দর্শকরা সরাসরি শুনতে পারবে। আইসিসি এ ব্যাপারটি নিশ্চিত করেছে। ’
আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্গার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের মধ্য দিয়ে এ সুবিধা ভোগ করবে টেলিভিশনের সামনে থাকা ক্রিকেট প্রেমীরা।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫