ঢাকা: ক্রিকেটের সংক্ষিপ্ত ক্যাটাগরি টি-টোয়েন্টিতে দেখা যায় ব্যাটসম্যানদের প্রাধান্য। যেখানে চার-ছক্কার ফুলঝুরি দেখা যায়।
নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার আয়োজনে এগারোতম বিশ্বকাপের আসরে গ্রুপ পর্বের ৪২টি ম্যাচ শেষ হয়েছে। তার মধ্যে ৪১টি ম্যাচেই দর্শকরা দেখেছে চার-ছক্কার মার। বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারলে সম্পন্ন হয়নি।
গ্রুপ পর্বের ৪১ ম্যাচে ২১,৫৯৩ বল থেকে সর্বমোট রান হয়েছে ১৯,১২২। ব্যাটসম্যানরা শতক হাঁকিয়েছেন ৩৫টি, অর্ধশতক হাঁকিয়েছেন ৯৬টি। শুন্যরানে আউট হয়েছেন ৭১ বার। গ্রুপ পর্বের ম্যাচে ওভার প্রতি রানের গড় ৫.৩১।
অস্ট্রেলিয়ার ভেন্যুতে ১০,৪৮২ বলে রান এসেছে ৯,৪৭১। যেখানে ব্যাটসম্যানদের শতকের সংখ্যা ২১টি এবং অর্ধশতকের সংখ্যা ৪৪টি। আর নিউজিল্যান্ডের মাঠে ১১,১১১ বলে রান হয়েছে ৯,৬৫১। সেখানে ব্যাটসম্যানরা শতক তুলে নিয়েছে ১৪টি আর অর্ধশতকের দেখা পেয়েছে ৫২টি। ব্যাটসম্যানরা ছক্কা হাঁকিয়েছেন ৩৮৮টি আর চার মেরেছেন ১,৮৬২ টি।
অস্ট্রেলিয়ার মাটিতে ছক্কা হয়েছে ১৬৯টি। অ্যাডিলেডে ১৮টি, ব্রিসবেনে সর্বনিম্ন ৪টি, ক্যানবেরায় ৪২টি, হোবার্টে ৩৭টি, সিডনিতে ২৯টি, মেলবোর্নে ১৪টি আর পার্থে ২৫টি ছক্কা দেখেছে দর্শকরা।
এদিকে, নিউজিল্যান্ডের মাঠে মোট ছক্কা হয়েছে ২১৯টি। তারমধ্যে ওয়েলিংটনে ২৬টি, হ্যামিল্টনে সর্বোচ্চ ৫১টি, অকল্যান্ডে ৪০টি, ক্রাইস্টচার্চে ২০টি, নেপিয়ারে ২৫টি, নেলসনে ৪৩টি আর ডুনেডিনে ছক্কা হয়েছে ১৪টি।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৫