ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাওয়ার প্লে’তে প্রোটিয়াদের ৬১/১

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
পাওয়ার প্লে’তে প্রোটিয়াদের ৬১/১ ছবি: সংগৃহীত

ঢাকা: দলীয় ৪০ রানের মাথায় প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ফিরে গেলেও ব্যাটিং ক্রিজে রয়েছেন আরেক ওপেনার ডি কক এবং তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ফাফ ডু প্লেসিস। ডি কক ৩৪ রান করে ব্যাট করছেন।



১০ ওভার শেষে দ. আফ্রিকার সংগ্রহ এক উইকেট হারিয়ে ৬১ রান। জয়ের জন্য আর মাত্র ৭৩ রান প্রয়োজন প্রোটিয়াদের।

এর আগে শ্রীলঙ্কার দেওয়া ১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে দ. আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ব্যাটিং সূচনা করতে আসেন হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। দুই প্রোটিয়া ওপেনার লঙ্কান বোলারদের সহজভাবেই সামলে নিয়ে খেলেন। দু’জনে মিলে ৪০ রানের জুটি গড়েন।

ছোট টার্গেট তাড়া করতে নেমে প্রোটিয়া ওপেনার হাশিম আমলা সাজঘরে ফেরেন দলীয় ৪০ রানের মাথায়। ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে কুলাসেকারার তালুবন্দি হন আমলা। মালিঙ্গার শিকারে সাজঘরে ফেরার আগে তিনি ২৩ বলে ১৬ রান করেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের বোলিং তোপে পড়ে ৩৭.২ ওভার খেলে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান আসে কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। এছাড়া থিরিমান্নে ৪১ ও ম্যাথুজ ১৯ রান করেন। লঙ্কানদের ব্যাটিং ব্যর্থতার দিনে আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন নি।

প্রোটিয়াদের হয়ে ইমরান তাহির ৪টি আর জেপি ডুমিনি হ্যাটট্রিক করে ৩টি উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৫

** মধ্যাহ্ন বিরতির আগে সাজঘরে আমলা
** শুরুতে সতর্ক প্রোটিয়া ওপেনাররা
** ছোট টার্গেটে ব্যাটিংয়ে প্রোটিয়ারা
** ১৩৩ রানেই গুটিয়ে গেল লঙ্কানরা
** শুরু হয়েছে লঙ্কান-প্রোটিয়া ম্যাচ
** ফিরলেন সাঙ্গাকারা, বৃষ্টিতে বন্ধ ম্যাচ
** ডুমিনির হ্যাটট্রিক, লড়ছেন সাঙ্গাকারা

** সাঙ্গাকারা-ম্যাথুজের সতর্ক ব্যাটিং
** এবারে তাহির ফেরালেন জয়াবর্ধনেকে
** তাহির ফেরালেন থিরিমান্নেকে
** হাল ধরেছেন সাঙ্গাকারা-থিরিমান্নে
** পাওয়ার প্লে’তে লঙ্কানদের ৩৫/২
** দুই ওপেনার সাজঘরে, বিপাকে লঙ্কানরা
** প্রথম ৫ ওভারে বাউন্ডারি শূন্য লঙ্কানরা
** শুরুতেই উইকেট খোয়ালো লঙ্কানরা
** ব্যাটিংয়ে কুশল-দিলশান
** টস জিতে ব্যাটিংয়ে লঙ্কানরা
** শ্রীলঙ্কা-দ. আফ্রিকার বাঁচা-মরার লড়াই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।