ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধাওয়ানের ব্যাটিংকে হাস্যকর বললেন কপিল দেব

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
ধাওয়ানের ব্যাটিংকে হাস্যকর বললেন কপিল দেব

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্যাটিংয়ে শুরুটা ভালো করলেও দুই ওপেনারকে সমালোচনার শূলে চড়িয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। বিশেষত শিখর ধাওয়ানের গায়ে তোপ দেগেছেন তিনি।



অতিথি ধারাভাষ্যকার কপিল বলেন, ১০ ওভার পর ধাওয়ানের ব্যাটিং একেবারেই হাস্যকর ছিল।

তিনি বলেন, ভারত শুরুটা ভালো করেছে ঠিক আছে, তাই বলে এতো বড় ম্যাচে কোনো সময় রিল্যাক্সড হওয়ার সুযোগ নেই। তারা ১০ ওভার পর কী করেছে? তাদের সুবিধা নেওয়ার কথা ছিল, কিন্তু কী হলো?

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবারের (১৯ মার্চ) এ ম্যাচে এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ২৩ ওভারে ৯৫। সাজঘরে ফিরে গেছেন ওপেনার শিখর ধাওয়ান ও ডেঞ্জারম্যান বিরাট কোহলি। তাদের যথাক্রমে ফিরিয়েছেন সাকিব আল হাসান ও রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।