ক্রিকেটের সবচেয়ে বড় মাঠে খেলছে টাইগার বাহিনী। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ভারত।
আজিঙ্কা রাহানেকে আউট করার পর বোলার তাসকিনের সঙ্গে বুকে-বুকে ধাক্কা দিয়ে অন্য রকম উদযাপনে মাতলেন দলপতি মাশরাফি। এ যেন ঠিক টাইগারের সঙ্গে টাইগারের মিলন!
এর আগে সাকিব এবং রুবেল ফেরালেন ধাওয়ান ও কোহলিকে। শুরুতে বাংলাদেশি বোলাররা সাফল্য না পেলেও ১৭তম ওভারে সাকিবের বলে প্রথম সাফল্য আসে। এর পরের ওভারেই রুবেল ফেরালেন ডেঞ্জার কোহলিকে।
টাইগারদের উইকেট উদযাপনের এমন দৃশ্য দেখে অনেকে ফেসবুক-টুইটারে মন্তব্য করেছেন- ‘এ বিশ্বকাপের আরও একটি উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে এটি’। অনেকে আবার বলছেন, মেলবোর্ন গ্রাউন্ডের সূর্য আজ বাংলাদেশের জন্যই উঠেছে।
ভারতের প্রতিটি উইকেট পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রত্যাশাও বাড়তেছে টাইগার বাহিনীর প্রতি। এখন দেখার বিষয় শেষ হাসিটা কার মুখে ফোটে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
ক্রিকেট
টাইগার স্টাইল!
ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।