ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের ওপর আস্থা রাখছেন সাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
লঙ্কানদের ওপর আস্থা রাখছেন সাঙ্গা কুমার সাঙ্গাকারা

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাজেভাবে হারের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন কুমার সাঙ্গাকারা। অবসরে গেলেও লঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন ৩৭ বছর বয়সী এই ব্যাটিং জিনিয়াস।



গতকাল (১৮ মার্চ) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ইমারান তাহির ও জেমি ডুমিনির স্পিন ঘূর্ণিতে ১৩৩ রানেই অলআউট হয় লঙ্কানরা। সর্বোচ্চ ৪৫ রান করেন সাঙ্গাকারা। জবাবে এক উইকেট হারিয়েই সেমিতে পৌঁছে যায় প্র্রোটিয়ারা।

সাঙ্গাকারা বলেন, ‘শ্রীলঙ্কা দল যোগ্য অধিনায়কের অধিনে রয়েছে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের নেতৃত্বে লঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। তিলেকারাত্নে দিলশান সম্ভবত আরো কয়েকটি বছর খেলবে। এছাড়াও লাহিরু থিরিমান্নে দলের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। আশা করছি, অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে শ্রীলঙ্কা দল উন্নতির ধারাবাহিকতা বজায় রাখবে। ’

দলের তরুণ ক্রিকেটারদের সম্পর্কে সাঙ্গাকারা বলেন, ‘আমিও এক সময় তরুণ বয়সে শ্রীলঙ্কার হয়ে মাঠে নেমেছিলাম। বর্তমানে দলে যেসব উদীয়মান ক্রিকেটার রয়েছে তাদের নিয়ে আমি আশাবাদি। সব মিলিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমার মোটেই ভীত নই। ’

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘন্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।