তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের দেওয়া ২১৪ রানে টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়েছেন অজিরা।
দলীয় ১৫ রানের মাথায় সোহাইল খানের বলে এলবিডব্লিউয়ের ফাদে পড়েন অজি ওপেনার ফিঞ্চ।
চলতি বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের ছুড়ে দেওয়া ২১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার।
এর আগে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তান ৪৯.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে তোলে ২১৩ রান। অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাক শিবির টস জিতে আগে ব্যাটিং নিয়ে এ রান সংগ্রহ করে।
হাইভোল্টেজ এ ম্যাচে পাকিস্তানের হয়ে ইনিংস সর্বোচ্চ রান আসে হারিস সোহেলের ব্যাট থেকে। মিচেল জনসনের বলে উইকেটের পিছনে ব্রাড হ্যাডিনের গ্লাভসবন্দি হওয়ার আগে ৪১ রান করেন সোহেল। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান আসে পাক দলপতি মিসবাহর ব্যাট থেকে। ৩৪ রান করেন মিসবাহ। আর এ দু’জন মিলে ৭৩ রানের জুটিও গড়েন।
এছাড়া উমর আকমল ২০, সোয়েব মাকসুদ ২৯, শহীদ আফ্রিদি ২৩ রান করলে পাকিস্তানের দুশো রানের কোটা পেরোয়।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন দশ ওভারে ৩৫ রান খরচ করা জস হ্যাজলউড। আর দুটি করে উইকেট পান মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ২০ মার্চ ২০১৫