ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
পাকিস্তানকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া সংগৃহীত

ঢাকা: তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল এগারোতম বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালের মাঠে নামবে অজিরা।



পাকিস্তানের ছুড়ে দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ বলে হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মাইকেল ক্লার্ক বাহিনী। ফলে, চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা আরেকবার শিরোপার স্বাদ নিতে এগিয়ে গেল। আর কোয়ার্টার ফাইনালের মঞ্চ থেকে বিদায় নিল ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।

২১৪ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নামেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। ইনিংসের তৃতীয় ওভারে অজি ওপেনার অ্যারন ফিঞ্চকে এলবির ফাঁদে ফেলেন সোহেল খান। দলীয় ১৫ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন ঘটে। ফিঞ্চ ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন।

দলীয় ৪৯ রানে ইনিংসের নবম ওভারে আউট হন ডেভিড ওয়ার্নার। ওয়াহাব রিয়াজের বলে রাহাত আলির তালুবন্দি হওয়ার আগে ওয়ার্নার করেন ২৩ বলে ২৪ রান। দলীয় ৪৯ রানের মাথায় অজিদের দ্বিতীয় উইকেটের পতন ঘটলে ব্যাটিং ক্রিজে আসেন অজি দলপতি মাইকেল ক্লার্ক। ইনিংসের এগারোতম ওভারে ওয়াহাব রিয়াজের দ্বিতীয় শিকারে সাজঘরে ফেরেন ক্লার্ক। আউট হওয়ার আগে ক্লার্ক মাত্র ৮ রান করেন।

দলীয় ১৪৮ রানের মাথায় অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন ঘটে। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন স্টিভেন স্মিথ। এহসান আদিলের বলে এলবি’র ফাঁদে পড়ে বিদায় নেন স্মিথ। আউট হওয়ার আগে তিনি ৬৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। ৬৯ বলের ইনিংসে স্মিথ চার মারেন ৭টি। এছাড়া ওয়াটসনের সঙ্গে ৮৯ রানের একটি জুটি গড়েন স্মিথ।

শেন ওয়াটসন অপরাজিত থাকেন ৬৪ রানে। ৬৬ বলে তার ইনিংসে ছিল ৭টি চার আর একটি ছয়। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটে ঝড় তুলে ৪৪ রানে অপরাজিত থাকেন। ম্যাক্সওয়েল ২৯ বলে ৫টি চার আর ২টি ছয়ে তার ইনিংসটি সাজান।

এর আগে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তান ৪৯.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে তোলে ২১৩ রান। অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাক শিবির টস জিতে আগে ব্যাটিং নিয়ে এ রান সংগ্রহ করে।

হাইভোল্টেজ এ ম্যাচে পাকিস্তানের হয়ে ইনিংস সর্বোচ্চ রান আসে হারিস সোহেলের ব্যাট থেকে। মিচেল জনসনের বলে উইকেটের পিছনে ব্রাড হ্যাডিনের গ্লাভসবন্দি হওয়ার আগে ৪১ রান করেন সোহেল। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান আসে পাক দলপতি মিসবাহর ব্যাট থেকে। ৩৪ রান করেন মিসবাহ। আর এ দু’জন মিলে ৭৩ রানের জুটিও গড়েন।

এছাড়া উমর আকমল ২০, সোয়েব মাকসুদ ২৯, শহীদ আফ্রিদি ২৩ রান করলে পাকিস্তানের দু’শো রানের কোটা পেরোয়।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন দশ ওভারে ৩৫ রান খরচ করা জস হ্যাজলউড। আর দুটি করে উইকেট পান মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।