ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের ৪০০তম ছক্কা ম্যাককালামের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
বিশ্বকাপের ৪০০তম ছক্কা ম্যাককালামের

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরের চারশ’তম ছক্কাটি হাঁকালেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। শনিবার (২১ মার্চ) ওয়েলিংটনে চতুর্থ কোয়ার্টার ফাইনালে চতুর্থ ওভারে জ্যাসন হোল্ডারের করা চতুর্থ বলে স্কয়ার লেগের ওপর দিয়ে এ বিশাল ছক্কা হাঁকান তিনি।



আসরের সবচেয়ে বেশি ছক্কা দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। কোয়ার্টার ফাইনালের ‍আগ পর্যন্ত ২০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। একইসংখ্যক ম্যাচ খেলে উইন্ডিজ বিস্ফোরক ক্রিস গেইলের ছক্কা ১৮টি।

অবশ্য, শনিবারের ম্যাচে ছক্কাটি হাঁকানোর চার বল পরই বিদায় নিয়েছেন ম্যাককালাম। জেরম টেইলরের করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলটি তুলে মারতে গিয়ে জ্যাসন হোল্ডারের মিড অফে ক্যাচ তুলে দেন। তার আগে ৮ বলে ১২ রান সংগ্রহ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।