ঢাকা: ১৫২ বলে ডাবল শতক হাঁকানো মার্টিন গাপটিলের ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ৩৯৩ রান সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে ক্যারিবীয়দের করতে হবে ৩৯৪ রান।
আফগানিস্তানের বিপক্ষে ৫৭ আর বাংলাদেশের বিপক্ষে ১০৫ রান করার পর আবারো শতক হাঁকান মার্টিন গাপটিল। তবে, ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ডাবল শতক হাঁকিয়ে ফর্মের তুঙ্গে থাকা গাপটিল শেষ পর্যন্ত করেন ২৩৭ রান। ১৬৩ বলের মহাকাব্যিক ইনিংসে গাপটিল ২৪টি চারের পাশাপাশি ১১টি বিশাল ছক্কাও হাঁকান। ক্রিস গেইলের পর এ বিশ্বকাপের দ্বিতীয় ডাবল শতক হাঁকালেন গাপটিল।
এর আগে ম্যাচের পঞ্চম ওভারে কিউইদের প্রথম উইকেটটি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জেরম টেইলর। ওভারের দ্বিতীয় বলে তাকে তুলে মারতে গিয়ে সীমানার কাছে জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম (১২)।
ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে কিউই শিবিরে দ্বিতীয় আঘাত হানেন ক্যারিবীয় বোলার আন্দ্রে রাসেল। শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে খেলতে থাকা কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন হঠাৎ করেই নিয়ন্ত্রণহীন শট খেলে ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়েন। সাজঘরে ফেরার আগে তিনি সংগ্রহ করেন ৩৫ বলে ৩৩ রান।
ইনিংসের ৩৯তম ওভারে রান আউট হয়ে ফেরেন ৬১ বলে ৪২ রান করা রস টেইলর। ২৩২ রানের মাথায় নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন ঘটে। টেইলর আউট হওয়ার আগে গাপটিলের সঙ্গে ১৪৩ রানের জুটি গড়েন।
এরপর কোরি অ্যান্ডারসন ১৬ বলে একটি করে চার ও ছয়ে করেন ১৫ রান। আন্দ্রে রাসেলের বলে গেইলের তালুবন্দি হয়ে ফেরেন অ্যান্ডারসন। আউট হওয়ার আগে গাপটিলকে সঙ্গ দিয়ে ২৯ বলে ৪৬ রানের জুটি গড়েন অ্যান্ডারসন। গ্রান্ট ইলিয়ট ১১ বলে দুটি করে চার ও ছয়ে করেন ২৭ রান।
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন মার্টিন গাপটিল ও ম্যাককালাম।
ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই ক্যারিবীয় ফাস্ট বোলার জেরম টেইলরের বলে ক্যাচ তুলে দেন গাপটিল, কিন্তু নিচু হয়ে আসা ক্যাচটি ধরতে ব্যর্থ হন ফিল্ডার স্যামুয়েলস।
দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এ ম্যাচেই পাওয়া যাবে বিশ্বকাপের চতুর্থ ও শেষ সেমিফাইনালিস্ট দল। এ ম্যাচের জয়ী দল আগামী মঙ্গলবার (২৪ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে খেলবে।
২০১২ সালের পর এ অবধি ওয়ানডেতে নয় বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ছয়টিতে জিতেছে ক্যারিবীয়রা। আর ব্ল্যাকক্যাপসদের জয় তিন ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ অবধি ৬০টি ম্যাচ খেলেছে কিউইরা। যার মধ্যে ২৩ ম্যাচে জয় আর পরাজয় ৩০ ম্যাচে। সাতটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, জনসন চার্লস, মারলন স্যামুয়েলস, জোনাথন কার্টার, দিনেশ রামদিন, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, সুলেমান বেন ও জেরম টেইলর।
নিউজিল্যান্ড একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), রস টেইলর, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, , অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি ও লুক রঞ্চি।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২১ মার্চ ২০১৫