ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিতে প্রোটিয়া-কিউই ও ভারত-অস্ট্রেলিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
সেমিতে প্রোটিয়া-কিউই ও ভারত-অস্ট্রেলিয়া

বিশ্বকাপের ১১তম আসরের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়েছে। দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে সেমিতে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত।



শনিবার (২১ মার্চ) ওয়েলিংটনে চতুর্থ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে সেমিতে পৌঁছে যায় কিউইরা। স্বাগতিকদের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের দ্বিশতকে ভর করে ৩৯৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ২৩৭ রানে অপরাজিত থাকেন গাপটিল।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়া পাতার মতো উইকেট খোয়াতে থাকেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। সবগুলো উইকেট হারিয়ে ২৫০ রানেই গুটিয়ে যায় তারা। ক্রিস গেইলের ৩৩ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস পরাজয়ের সাম‍ান্য ব্যবধান কমায় মাত্র।

কিউইদের বাঁহাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ক্যারিবীয়দের ৪টি উইকেট তুলে নিয়ে চলতি আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকার শীর্ষে রয়েছেন।

আগামী মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টায় অকল্যান্ডে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে বৃহস্পতিবার (২৬ মার্চ) সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ আরেক স্বাগতিক অস্ট্রেলিয়া।

গত বুধবার (১৮ মার্চ) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার (২০ মার্চ) অ্যাডিলেড ওভালে তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সেমিতে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মেলবোর্নে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারত সেমিফাইনাল নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।