ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরের অনুমতি পেল পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
বাংলাদেশ সফরের অনুমতি পেল পিসিবি

ঢাকা: পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গেছে। দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে নিজ দেশের সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



এপ্রিলের ১৫ তারিখ থেকে দু’টি টেস্ট, তিনটি ওডিআই ও একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা এই তিনটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে চার বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজিত হতে যাচ্ছে।

বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা পিসিবির পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে নিশ্চয়তা পেয়েছি। তবে, অফিসিয়ালি সফরসূচী চূড়ান্ত করতে আরো ৩-৪ দিন সময় লাগবে। ’

এর আগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ থেকে ‍রাজস্ব আয়ের পঞ্চাশ শতাংশ দাবি করে বসে পিসিবি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাতে সায় দেয়নি। এ কারণেই পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা দেখা দেয়। পরবর্তীতে বিসিবি সফরবাবদ সম্পূর্ণ খরচ বহনে রাজি হওয়ায় ইতিবাচক মনোভাব দেখায় পিসিবি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘন্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।