ঢাকা: বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচের আম্পায়ার বিতর্কের জের ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি)প্রেসিডেন্ট মুস্তফা কামাল পদত্যাগ করছেন। তবে বিষয়টিকে পুরোপুরি ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধান কামাল।
সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করেছিল, কামাল ঐ ম্যাচের আম্পয়ারিংয়ের সমালোচনা করেছিল আর হুমকি দিয়েছিল তিনি পদত্যাগ করবেন। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে থাকা কামাল আরো জানান, আইসিসি যদি এর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয় তাহলে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন।
এদিকে এই খবর গুলো যখন সামাজিক গণ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে তখন কামালের মন্ত্রনালয় থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয় ব্যাপারটি পুরোপুরি গুজব। তবে সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞদের সঙ্গে একমত হয়ে কামাল বাজে আম্পায়ারিংয়ের সমালোচনা করেন।
এর আগে কামালের এমন মন্তব্যের বিপরীতে আইসিসির চীফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন জানিয়েছিলেন, ‘এটি খুবই দু:খজনক’।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫