ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওহাবকে অধিনায়ক দেখতে চান রমিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
ওহাবকে অধিনায়ক দেখতে চান রমিজ

ঢাকা: ফাস্ট বোলার ওহাব রিয়াজকে পাকিস্তানের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখতে চান দলটির সাবেক ব্যাটসম্যান রমিজ রাজা। রমিজ পাক নির্বাচকদের প্রতি একটি প্রস্তাবের মাধ্যমে জানান, মিসবাহ উল হকের অবসরের পর যেন ওহাবকে দলের অধিনায়ক করা হয়।



ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে রমিজ বলেন, ‘এটা খুবই কঠিন ব্যাপার কারণ পাকিস্তান কখনো তরুণ নেতৃত্বে খেলেনি। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওহাব আমাকে মুগ্ধ করেছে। তার দলের প্রতি আবেগ, আকাঙ্খা পাকিস্তানকে আবারো বিশ্ব ক্রিকেটে তুলে ধরতে সাহায্য করবে। ’

এর আগে মিসবাহ জানিয়েছিলেন, বিশ্বকাপের পরই তিনি একদিনের ম্যাচ থেকে অবসর নিবেন।

এদিকে শেষ আটের ম্যাচে অজিদের বিপক্ষে অসাধারণ একটি স্পেল করেছিলেন ওহাব। বিশেষ করে শেন ওয়াটসনের বিপক্ষে তিনি ছিলেন আক্রমণাত্বক। তার এ বোলিংয়ে ২১৩ রান করা পাকিস্তানের জয়ের সম্ভাবনা জেগেছিল।

এবারের বিশ্বকাপটিও ওহাবের জন্য ছিল দুর্দান্ত। তিনি দলের হয়ে সাত ম্যাচ খেলে নিয়েছেন ১৬টি উইকেট। যেখানে ৫.৫৬ ইকোনোমিতে তার বোলিং গড় ছিল ২৩।

বিশ্বকাপ শেষেই এপ্রিলের মাঝামাঝি পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ খেলেতে বাংলাদেশ সফর করবে। যেখানে দলটি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।