ঢাকা: সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও বাজে আম্পায়ারিং করছেন বাংলাদেশ ও ভারত কোয়ার্টার ফাইনালের অন্যতম ‘খলনায়ক’ ইয়ান গোল্ড।
মঙ্গলবার (২৪ মার্চ) অকল্যান্ডের ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার এ সেমিফাইনালে ভুল সিদ্ধান্ত দিয়ে চলেছেন তিনি।
ম্যাচের ৩৯তম ওভারের দ্বিতীয় বলে কোরি এন্ডারসনের করা একটি বাউন্সার লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে ফাফ ডু প্লেসিসের গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষক লুক রঞ্চির হাতে যায়। সমস্বরে আবেদন করে ওঠেন রঞ্চি, এন্ডারসন, ম্যাককালামসহ অন্যরা। আবেদনতো নাকচ করে দেনই, উল্টো বলটিকে ‘ওয়াইড’ ডেকে বসেন ৫৮ বছর বয়সী গোল্ড।
গ্লাভসে লাগায় বলের গতি পরিবর্তন হয়ে রঞ্চির হাতে গেলেও গোল্ডের এ সিদ্ধান্তে চমকে যান ম্যাককালাম। ডেকে বসেন ভুল সিদ্ধান্তের ‘রিভিউ’। রিপ্লেতে ইংলিশ আম্পায়ার এনজে লং পরিষ্কার দেখতে পান বলটি ডু প্লেসিসের গ্লাভস ছুঁয়ে গেছে।
লং পরিষ্কার গোল্ডকে জানিয়ে দেন ‘তোমার সিদ্ধান্ত ভুল ছিল’। ক্রিকেটীয় ভাষায় দুই হাতের ইঙ্গিতে ‘ক্ষমা’ চেয়ে নিজের সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে ডু প্লেসিসকে আউট ঘোষণা করতে বাধ্য হন গোল্ড।
ডু প্লেসিস সাজঘরে ফেরায় কিউইরা উল্লাসে মাতলেও শ্বাসটা যেন আরও দীর্ঘতর হলো টাইগার ভক্তদের। কারণ, এই গোল্ডদের তিন তিনটি ভুল সিদ্ধান্তের কারণেই যে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়তে হলো বাংলাদেশকে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫