ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে সমীহ করছেন ফিঞ্চ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
ভারতকে সমীহ করছেন ফিঞ্চ অ্যারন ফিঞ্চ

ঢাকা: পুরো ক্রিকেটবিশ্বই ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচের অপেক্ষায়। কন্ডিশন বিবেচনায় স্বাগতিক অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে।

তবে অজি ব্যাটম্যান অ্যারন ফিঞ্চ জানান, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে হারানোটা কঠিন হবে।

বিসিসিআই ডট টিভি’র ওয়েবসাইটে উদ্ধৃত করে ফিঞ্চ বলেন, ‘আমাদের কন্ডিশনে ভারতীয় ক্রিকেট দলের খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও তারা ভালো করছে। তাদের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বীতা করেই ফাইনালে উঠতে হবে। ’

ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও বড় ম্যাচের সম্মুখীন হতে যাচ্ছেন বলে জানান ফিঞ্চ। তিনি বলেন, ‘এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। এর আগে কখনো এমন চালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। ’

২৮ বছর বয়সী ব্যাটসম্যান ‍আরো উল্লেখ করেন, ‘গত দুই বছর যাবৎ আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। ফাইনাল খেলার ব্যাপারে সবাই আত্মবিশ্বাসী। এই টুর্নামেন্ট ভারত এখন পর্যন্ত অপরাজিত দল। আশা করছি, সেমিফাইনালের ম্যাচটি উত্তেজনাকর ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। ’

‌উল্লেখ্য, ২৬ মার্চ (বৃহস্পতিবার) দু’দলের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। ইতোমধ্যেই শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘন্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।