ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনালে অজিদেরই এগিয়ে রাখছেন ব্রেট লি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
সেমিফাইনালে অজিদেরই এগিয়ে রাখছেন ব্রেট লি

ঢাকা: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। তবে শেষ চারের এ ম্যাচে অজিদের ভারসম্যপূর্ণ দল হিসেবে আখ্যা দিয়ে সাবেক ফাস্ট বোলার ব্রেট লি জানান, মাইকেল ক্লার্কের নেতৃত্বে দলটি সেমিতে জিতে ফাইনাল নিশ্চিত করবে।



ব্রেট লি বলেন, ‘আমি মনে করি বৃহস্পতিবারের ম্যাচে অস্ট্রেলিয়াই জিতবে। কারণ দলটির তিনটি ভিভাগেই ভালো করার ক্ষমতা আছে। দলটিতে অভিজ্ঞ ক্রিকেটাদের সঙ্গে তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারও আছে। আমার বিশ্বাস তারা ভালো খেলা উপহার দিবে। ’

তিনি আরো বলেন, ‘দলটিতে ওপেনার হিসেবে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ দারুণ। আর টপ অর্ডারে স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসন থাকায় অসাধারণ একটি ব্যাটিং কম্বিনিশন হয়েছে। বোলিংয়েও মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড ভালো একটা শুরু ইঙ্গিত দিবে। ’

আগামী ২৬ মার্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল নয়টা ত্রিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।