ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যোগ্য দল হিসেবে জিতেছে নিউজিল্যান্ড: ডি ভিলিয়ার্স

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
যোগ্য দল হিসেবে জিতেছে নিউজিল্যান্ড: ডি ভিলিয়ার্স ছবি: সংগৃহীত

ঢাকা: আরো একবার ট্রফি ছাড়া বিশ্বমঞ্চ থেকে বিদায় নিতে  হলো শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে। আজ(২৪ মার্চ)অ্যাকল্যান্ডের ইডেন পার্কে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে চার উইকেটের রোমাঞ্চকর জয় পায় নিউজিল্যান্ড।



আর ম্যাচের এক বল হাতে রেখে কিউইদের এমন জয়ের পর দ.আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স জানান, যোগ্য দল হিসেবেই জিতেছে নিউজিল্যান্ড।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ আধিপত্য বিস্তার করে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল সহ গ্রুপ পর্বের সবকটি ম্যাচেই জয় পেয়েছে ম্যাককালাম বাহিনী।

পরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডি ভিলিয়ার্স বলেন, ‘ক্রিকেট অসাধারণ একটি খেলা। আমি মনে করি সেরা দলটিই আজকের ম্যাচে জিতেছে। আমি আমার দলের ক্রিকেটারদের কিছু বলতে পারবো না। কারণ ম্যাচে আমরা নিজেদের সেরাটাই খেলেছি। ’

৩১ বছরের এ তারকা ব্যাটসম্যান আরো বলেন, ‘ আমি বিশ্বাস করি বিশ্বকাপে আমরা ভালো খেলেছি। আর আমি আশা করি সমর্থকরা আমাদের নিয়ে গর্ব করে। ’

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।