ঢাকা: আগামীকাল(২৬ মার্চ)ভারতের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। তার আগে একটি মহৎ কাজ সেরে নিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি ও ‘রুম টু রিড’ নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের উদ্যোগে ‘ড্রিম বিগ’ নামক বইটি প্রকাশিত হয়। যার মূল লক্ষ্যটা হচ্ছে, এশিয়া ও আফ্রিকার দেশগুলোর শিশুদের মাঝে মানগত শিক্ষা নিশ্চিত করা। বইয়ের প্রচ্ছদে ক্রিকেট তারকা হিসেবে ওয়াটসনের ছবি তুলে ধরা হয়েছে।
বাংলা ভাষায়ও বইটি প্রকাশিত হবে। শুরুতে ২,৫০০ কপি পুরো বাংলাদেশের স্কুলগুলোতে বিতরণ করা হবে। শিক্ষাবিষয়ক এই বইয়ের মাধ্যমে শিশুদেরকে বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করা হয়। এর মাধ্যমে তুলে ধরা হয়, অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো কিছুই করা সম্ভব।
ওয়াটসন বলেন, ‘শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে বই পড়াটা আবশ্যক। শিশুদের উদ্দেশ্যে অামার ম্যাসেজ হচ্ছে, বড় স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না। লক্ষ্য বড় হলেই জীবনে উন্নতি হরা সম্ভব। ’
বাংলাদেশ সময়: ১২৩২ ঘন্টা, মার্চ ২৫, ২০১৫