ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া দলের নেট প্র্যাকটিসে ওয়ার্ন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
অস্ট্রেলিয়া দলের নেট প্র্যাকটিসে ওয়ার্ন

ঢাকা: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখতে তাই নানা পরিকল্পনা আটছে অজিরা।



বুধবার অস্ট্রেলিয়ার নেট অনুশীলনে যোগ দেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।

ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন, রবিন্দ্র জাদেজাদের স্পিন কিভাবে সামলাতে হবে, সেটিই অস্ট্রেলিয়া দলের ব্যাটসম্যানদের বাতলে দিয়েছেন এই গ্রেট লেগস্পিনার। এ সময় তিনি অজি দলপতি মাইকেল ক্লার্ককে নিয়ে নেটে কিছুক্ষণ বোলিং করেন।

অস্ট্রেলিয়া-ভারত হেভিওয়েট সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। এই মাঠ সম্পর্কে ভালোই জানা ওয়ার্নের। ১৯৯২ সালে এ মাঠেই ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক তার।

এমসিজিতে ১৪টি টেস্ট ম্যাচ খেলে ৬৪ উইকেট নিয়েছেন ওয়ার্ন। আর ২৬ ওয়ানডে খেলে ৪৩ উইকেট দখলে নেন এই ডানহাতি স্পিনার। ম্যাচের একদিন আগে এমন অভিজ্ঞ পরামর্শক পেয়ে তাই খুশি অজি শিবির।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।