ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিবিসি’র চোখে বিশ্বকাপের সেরা একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
বিবিসি’র চোখে বিশ্বকাপের সেরা একাদশ

ঢাকা: ২৯ মার্চ মেলবোর্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এ ম্যাচের আগে বিবিসি বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচন করেছে।



দুই ফাইনালিস্ট অজিদের এবং কিউইদের আটজন বিবিসির সেরা একাদশে স্থান পেয়েছেন। এর মধ্যে নিউজিল্যান্ডের ৫ এবং অস্ট্রেলিয়ার ৩ ক্রিকেটার রয়েছেন। এশিয়া মহাদেশ থেকে জায়গা পেয়েছেন দুই ক্রিকেটার।

এ একাদশের অধিনায়ক করা হয়েছে নিউজিল্যান্ডের বর্তমান দলপতি ব্রেন্ডন ম্যাককালামকে। তিনি ব্যাটিং লাইনআপে উদ্বোধন করবেন তারই স্বদেশী এবারের বিশ্বকাপের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিলের সঙ্গে। তিন নম্বর ব্যাটিং পজিশনে রয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং হিরো কুমার সাঙ্গাকারা। তিনি উইকেটের পিছনে দায়িত্ব পালন করবেন।

অস্ট্রেলিয়া থেকে জায়গা হয়েছে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল স্টার্কের। আর নিউজিল্যান্ডের বাকিরা হলেন কোরি অ্যান্ডারসন, ড্যানিয়েল ভেট্টরি ও ট্রেন্ট বোল্ট।

কিউইদের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দ. আফ্রিকার রয়েছেন দু’জন। প্রোটিয়া দলপতি এবিডি ভিলিয়ার্স এবং মরনে মরকেল জায়গা পেয়েছেন বিবিসির নির্বাচিত এ একাদশে। আর দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন ভারতের পেস তারকা মোহাম্মদ সামি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।