ঢাকা: পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ খান দলের ওয়ানডে এবং টি-টোয়েন্টির সহ-অধিনায়ক হতে যাচ্ছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।
শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে সরফরাজ দেখা করেছেন। বোর্ডের একটি সূত্র থেকে জানানো হয়, তাদের মধ্যে পাকিস্তান দলের সহ-অফিনায়কত্ব নিয়ে আলোচনা হয়েছে।
সরফরাজের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আজাহার আলীকে রাখা হয়েছিল। তবে, তাকে টেস্ট দলে মিসবাহ উল হকের ডেপুটি হিসেবে রাখা হতে পারে বলে জানায় সূত্রটি। এর আগে বোর্ডের প্রধান নির্বাচক মঈন খানকে বোর্ড থেকে বরখাস্ত করা হয়।
সূত্রটি আরও জানায়, পরবর্তী বোর্ড মিটিংয়ে মঈন খানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি দলের সহ-অধিনায়কের পদে কে আসবেন সেটিও ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৫