ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ময়মনসিংহ জেলা প্রশাসন ও পুলিশ সুপার একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
ময়মনসিংহ জেলা প্রশাসন ও পুলিশ সুপার একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ছবি : প্রতীকী

ময়মনসিংহ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপার একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে উভয়দল সমান রান করায় ম্যাচ ড্র হয়।

 

শনিবার (২৮ মার্চ)  সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন একাদশের পক্ষে জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী ও পুলিশ সুপার একাদশের পক্ষে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (এএসপি) নুরে আলম দলের নেতৃত্ব দেন।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পুলিশ সুপার একাদশ ২০ ওভারের ম্যাচ শেষে একশ তিন রান সংগ্রহ করে।

জবাবে একশ’ চার রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে জেলা প্রশাসন একাদশ। এদিকে জেলা প্রশাসনও ২০ ওভারে একশ তিন রান করায় ম্যাচটি ড্র হয়ে যায় বলে জানান ম্যাজিস্ট্রেট বিভীষণ দাস।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।