ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যারা কম ভুল করবে তারাই জিতবে

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
যারা কম ভুল করবে তারাই জিতবে ছবি: সংগৃহীত

ঢাকা: রাত পোহালেই ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এবারের বিশ্বকাপের দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুর্দান্ত দাপট দেখিয়ে ফাইনালে উঠেছে।

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টেই চুল পরিমান এগিয়ে রাখা যাচ্ছে না কোনো দলকে।

কাদের ঘরে উঠবে বিশ্বকাপের শিরোপা, সেটা সময়ের হাতেই তুলে রাখতে চাইছেন সবাই। তবে  বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক রকিবুল হাসান মনে করেন, যারা কম ভুল করবে তারাই ফাইনালে জয়ী হবে।

বাংলানিউজকে দেয়া এক সাক্ষাতকারে রকিবুল হাসান বলেন, ‘সামর্থের বিচারে দুই দলই সমান। ব্যাটিং-বোলিং এমনকি ফিল্ডিংও সমশক্তির। যারা ম্যাচে কম ভুল করবে তারাই জিতবে। তবে কালকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে-এটা বলা যায়। ’

ম্যাচের আগে কোনো দলকে এগিয়ে রাখা যায় কিনা-এমন প্রশ্নের জবাবে রকিবুল হাসান বলেন, ‘কোনো দলকেই এগিয়ে রাখা যাবে না। তবে অভিজ্ঞতার দিক থেকে অস্ট্রেলিয়া একটু এগিয়ে। আর যেহেতু তাদের মাঠেই খেলা সেহেতু অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ২০১৫ বিশ্বকাপের  ফাইনাল ম্যাচ। ব্রেন্ডন ম্যাককালাম কিংবা মাইকেল ক্লার্ক যেই এমসিজিতে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরুক- হবে ইতিহাস। অস্ট্রেলিয়া জিতলে পাঁচবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি স্থাপন করবে। আর  নিউজিল্যান্ড জয়লাভ করলে নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়নকে পাবে ক্রিকেট বিশ্ব। ছয় বার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর দুর্দান্ত ক্রিকেট খেলে এবার ফাইনাল অবধি এসেছে দলটি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।