ঢাকা: টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রোববারের ফাইনালে নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে নায়ক হিসেবে দেখছেন। তার মতে, নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব শিরোপা জিততে ভেট্টরি ফাইনাল ম্যাচে জয়ের নায়ক হতে পারেন।
এগারোতম বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দ. আফ্রিকাকে চার উইকেটে হারিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক কিউইরা প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। অন্যদিকে, বিশ্বকাপের আরেক আয়োজক দেশ অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে দ্বিতীয় সেমিফাইনালে ৯৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ফাইনাল ম্যাচ প্রসঙ্গে ধোনি বলেন, আমি মনে করি চলতি বিশ্বকাপে ভেট্টরি অসাধারণ খেলেছে। তিনি এমন একজন ক্রিকেটার যিনি মিডল ওভারে উইকেট তুলে নিতে পারদর্শী। ভেট্টরি এমন একজন স্পিনার যার বিপক্ষে রান নেওয়া বেশ কষ্টকর। তাই আমার মনে হয় ফাইনালে ম্যাচের নায়ক হিসেবে ভেট্টরিই এগিয়ে।
চলতি বিশ্বকাপের ফাইনালের আগে ভেট্টরি ৮ ম্যাচ খেলে নিয়েছেন ১৫ টি উইকেট। ২৯৪ ওয়ানডে ম্যাচ খেলা ভেট্টরি ৩০৫টি উইকেট দখল করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৫